Header Ads

পাকিস্তানের আমন্ত্রণ ফেরালেন জাভেদ আখতার-শাবানা আজমি।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয়ে জঙ্গীদের হামলার ঘটনায় ক্রমেই ফুঁসছে দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষ সরব হয়েছেন প্রতিবাদে। দেশের দিকে দিকে 'বদলা' নেওয়ার রব। দেশের প্রধানমন্ত্রীও জানিয়েছেন 'জওয়ানদের বলিদান বৃথা যাবে না।'

 এমন পরিস্থিতিতে পাকিস্তানের আমন্ত্রণ ফেরালেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার এবং তাঁর অভিনেত্রী- স্ত্রী শাবানা আজমি। পাকিস্তানে কবি কাইফি আজমিকে নিয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা । আর সেই কারণেই করাচি আর্ট কাউন্সিলের তরফে জাভেদ আখতার এবং শাবানা আজমিকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.