Header Ads

নিহত সিআরপিএফ জওয়ানদের কফিন কাঁধে তুলে নিলেন রাজনাথ সিং।

নজরবন্দি ব্যুরোঃ জঙ্গি হামলার পর কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার দুপুরে সীমান্তরক্ষী বাহিনীর বিমানে চড়ে শ্রীনগর পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সিআরপিএফ-এর ডিজি আর আর ভাটনগর এবং স্বরাষ্ট্র দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও তাঁর সঙ্গে ছিলেন।
 সবার আগে বদগাওঁতে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান তাঁরা। যার পর বিমানে করে দেহগুলি নিয়ে যাওয়া হয় গাজিয়াবাদের সেনা বেসে। যা নিহত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে, ঠিক সে সময় জওয়ানদের কফিন নিজের কাঁধে তুলেনেন রাজনাথ সিং। বদগাওঁতে রাজনাথ বলেন, ‘‘সিআরপিএফ জওয়ানদের আত্মবলিদান ভুলবে না দেশ। পুলওয়ামার শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানালাম আমি। কথা দিচ্ছি, ওঁদের বলিদান বিফলে যাবে না।’’ উল্লেখ্য, এটাই স্বাধীন ভারতে সব চেয়ে বড় জঙ্গি হানা। যার ফলে ঘটনা স্থলে শহীদ হন কমপক্ষে ২২ জন জওয়ান। আহত হন প্রচুর। এরপর কাল রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৪ জন। আজ সকালে আরও এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল। সব মিলিয়ে শহীদ হলেন ৪৫ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.