নজরবন্দি ব্যুরো: গতকাল পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানা। শহীদ কুড়ি-জন জোয়ান। এই সব শহীদ জোয়ানদের প্রতি ভালবাসা শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
তিনি জানান, "সন্ত্রাসবাদের নিন্দা, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমাদের দায়িত্ব শেষ হয় না। বাবলা সাঁতরার পরিবারের পাশে থাকা চাই। মানুষ যুদ্ধ নয়, শান্তি চান। দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর ও পশ্চিম সীমান্তের সমস্যা সমাধান সম্ভব। রাজ্যে অশান্তি না হয় দেখতে সবাই সতর্ক থাকা চাই।"
উল্লেখ্য, গতকাল কাশ্মিরের পুলওয়ারায় জঙ্গি হানাতে মৃত্যু হয়েছে ৪৪ জন সিআরপিএফ জওয়ানের যার মধ্যে রয়েছেন উলুবেড়িয়ার বাবলু সাঁতরা।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহিদ জওয়ান দের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এদিন।
No comments