Header Ads

মহিলাদের আব্রু বাঁচাতে এবার 'ওয়াটারপ্রুফ' শাড়ি!

নজরবন্দি ব্যুরো: হিন্দু ধর্মে বিশেষ তিথি বা লগ্নে স্নানের উল্লেখ আছে। আর সেই ধারাবাহিকতা চলে আসছে বছরের পর বছর ধরে। এই ধরনের স্নানে বেশি মর্যাদাহানি হয় মহিলাদের। জলে ভেজা যে কোনও কাপড় শরীরে লেপ্টে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে কোনও কুম্ভমেলায়, পুণ্যস্নানে ব্যস্ত মহিলাদের এই স্বাভাবিক দৃশ্য আদৌ স্বাভাবিক থাকে না।
ভিজে কাপড়ের মহিলাদের দেখলে বিকৃতকামের সুড়সুড়ি আরও বাড়ে, এটাই স্বাভাবিক। কয়েক হাজার বছর ধরে চলে আসা এই ধারাবাহিকতাকে জবাব দিল এ বছর এলাহাবাদের কুম্ভে, মহিলা পুণ্যার্থীদের জন্য বিশেষভাবে তৈরি ‘ওয়াটারপ্রুফ শাড়ি’। 
দেখতে একদম সাধারণ শাড়ির মতোই, বাসন্তী রঙের। কিন্তু এই শাড়ির উপরে একটি ওয়াটারপ্রুফ কোটিং আছে।
যতখুশি স্নান করলেও এই শাড়ি ভিজবে না, লেপ্টে যাবে না শরীরের সঙ্গে। অর্থাৎ স্নান হল কিন্তু শাড়ি ভিজল না, কিন্তু আব্রু বজায় রইল মহিলাদের। এলাহাবাদে অনুষ্ঠিত ‘কুম্ভ ২০১৯’-এ, ১১ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তিথিতে, ‘সরস্বতী স্নান’-এর দিন পুণ্যার্থী মহিলাদের মধ্যে বিতরণ করা হয় এই শাড়ি।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.