Header Ads

কে বা কারা ফাঁস করছে মাধ্যমিকের প্রশ্নপত্র? নজরবন্দির হাতে Exclusive তথ্য।

নজরবন্দি ব্যুরোঃ আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হল। এর আগের দুই পরীক্ষা যথাক্রমে বাংলা এবং ইংরাজিতে প্রশ্ন পত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে। অভিযোগ ইতিহাসের প্রশ্নও ফাঁস হয়ে গেল এদিন! মোবাইলে মোবাইলে ঘুরেছে ইতিহাসের প্রশ্ন পত্র। নজরবন্দির দফতরেও এসে পৌঁছেছে সেই 'লিক' হওয়া প্রশ্নপত্র।
এই সরকারের আমলে বহুবার প্রশ্ন ফাঁস হবার অভিযোগ উঠেছে কিন্তু লাগাতার তিনদিন অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হ্যাট্রিক পশ্চিমবঙ্গ কেন ভারতের ইতিহাসেই সম্ভবত কোনদিন ঘটেনি। আর এভাবে প্রশ্ন ফাঁসের খবরে বেশ বিরক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পুরো বিষয়টি জেনেও ছিলেন তিনি আগের দিন কিন্তু তাঁর পরেও আবার!!
পরীক্ষা শুরুর আগে বেশ কিছু সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছিল মধ্য শিক্ষা পর্ষদ, কিন্তু তাতে যে সেরকম কাজ হয়নি তা আর বলার অপেক্ষা রাখেনা।কি কি ছিল সেই নিয়ম?
পরীক্ষার্থীদের জন্যে নিয়মঃ কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। মোবাইল ধরা পড়লে পরীক্ষা দিতে দেওয়া হবে না। খাতা RA করা হবে এবং পরীক্ষার পর ধরা পড়লে উত্তরপত্র RA করা হবে।
 শিক্ষক, অশিক্ষক কর্মচারী-দের জন্যে নিয়মঃ মোবাইল সুইচ অফ করে প্রধান শিক্ষকের ঘরের আলমারিতে রাখতে হবে। যার চাবি থাকবে প্রধান শিক্ষকদের কাছে। মোবাইল ব্যবহার করতে পারছেন শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিস ইনচার্জ, ভেনু ইনচার্জ, ভেনু সুপারভাইজার, ভেনু অ্যাডিশনাল সুপারভাইজার! এত সবের পরেও ঠেকানো গেলনা প্রশ্নপত্র ফাঁস। তবে গাফিলতি কার? এতো সর্ষের মধ্যেই ভূত!!

কিন্তু প্রশ্ন ফাঁস করল কে? কোন শিক্ষক? সুপারভাইজার? পরিক্ষার্থী? কে বা কারা জড়িত এই প্রশ্ন ফাঁসের সঙ্গে! নজরবন্দি সর্বদাই প্রশাসন কে সাহায্য করে এসেছে একাধিক বিষয়ে এই চরম বিড়ম্বনার পরিস্থিতেই নজরবন্দি পাশে আছে প্রশাসনের। কেন এই কথা বলা তার কারন হল হোয়াটস অ্যাপের মাধ্যমে যে প্রশ্ন ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি প্রশ্নপত্র পৌঁছেছে নজরবন্দির হোয়াটসঅ্যাপ নাম্বারেও যে প্রশ্ন পত্রের নিচে রয়েছে প্রথম ভাষা অর্থাৎ বাংলার সেট। সেখানে কলম দিয়ে নাম লেখা রয়েছে জনৈক মহম্মদ পারভেজ আহমেদের নাম, পাশাপাশি দেওয়া রয়েছে একটি রোল নাম্বার ০১২০!!!
মধ্য শিক্ষা পর্ষদ কে নজরবন্দির পক্ষ থেকে আবেদন করা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখার। 
দেখুন ইতিহাসের সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র এবং নাম সহ রোল নাম্বার।
বিঃদ্রঃ- হোয়াটস অ্যাপ এ প্রাপ্ত  প্রশ্নপত্র যাচাই করেনি নজরবন্দি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.