দেশে জঙ্গি হামলার সময় সোশ্যাল মিডিয়াতে নিজের ডিজাইনার পোশাকের ছবি দিয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে সানিয়া।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের পুলওয়ামা। বিস্ফোরণ ও গুলিতে শহিদ হন ৪৯ জন সিআরপিএফ জওয়ান।
গোটা দেশে বদলার আগুন জ্বলছে। খেলার দুনিয়া থেকে বিনো দুনিয়ার সেলেবরা, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই ঘটনার নিন্দা করেছেন। কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের সমালোচনা করেছেন অনেকে। শহিদ ও তাঁদের পরিবারকে সহানুভূতিও জানিয়েছেন। কিন্তু সানিয়া মির্জা? এ প্রসঙ্গে তাঁর কী প্রতিক্রিয়া? না, নেটদুনিয়ায় এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
তিনি দিয়েছেন নিজের ডিজাইনার পোশাকের ছবি । তার লিংক দিয়ে আবার টুইটও করেছেন। অথচ খেলার মাঠে দেশের প্রতিনিধির সাইবার ওয়ালে জায়গা পায়নি কাশ্মীরের ঘটনা। আর এতেই উঠেছে সমালোচনার ঝড়। সানিয়া পোশাক নিয়ে যে পোস্ট করেছেন, সেখানেই নেটিজেনরা সরব হয়েছেন। প্রশ্ন, জঙ্গি হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিয়ে আপনি এসব টুইট করছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও আপনি নিজের পোশাক দেখাতে ব্যস্ত?
গোটা দেশে বদলার আগুন জ্বলছে। খেলার দুনিয়া থেকে বিনো দুনিয়ার সেলেবরা, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই ঘটনার নিন্দা করেছেন। কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের সমালোচনা করেছেন অনেকে। শহিদ ও তাঁদের পরিবারকে সহানুভূতিও জানিয়েছেন। কিন্তু সানিয়া মির্জা? এ প্রসঙ্গে তাঁর কী প্রতিক্রিয়া? না, নেটদুনিয়ায় এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।

No comments