#আমার_পরিবার_বিজেপি_পরিবার! দিলীপ,মুকুল,রূপা-রা নিজের বাসভবনে ওড়ালেন দলের পতাকা।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে দলের ভিত শক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির৷ বিজেপির নতুন প্রচার কৌশলের নাম 'মেরা পরিবার, ভাজপা পরিবার' অর্থাৎ আমার পরিবার, বিজেপি পরিবার। এই বিশেষ প্রচার পদ্ধতির মাধ্যমে দেশের মোট ৫ কোটি বাড়িতে বিজেপির পদ্ম পতাকা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে পতাকা উত্তোলনের মধ্যে নিয়ে শুরু হয় ক্যাম্পেইন। আনুষ্ঠানিক ভাবে এই প্রচারের উদ্বোধন হয় পন্ডিল দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়াম থেকে। "মোদী সরকারকে যদি জেতাতে চান তাহলে বাড়িতে বাড়িতে তুলুন বিজেপির পতাকা" এই বার্তা ছড়িয়ে পড়েছে চারদিকে। বার্তায় আরও বলা হয়েছে সেই পতাকার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আর লিখুন #মেরাপরিবারভাজপাপরিবার।" মোট একমাস ধরে চলবে এই ক্যাম্পেইন। মার্চ মাসের ২ তারিখে শেষ হবে প্রচার অভিযান।
দেশের বিজেপি নেতা কর্মীদের থেকে কোন অংশে পিছিয়ে নেই রাজ্যের নেতা কর্মীরা। দিলীপ ঘোষ, মুকুল রায়, শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জী, সুভাষ সরকার, চন্দ্র বসু, রূপা গাঙ্গুলিরা ইতি মধ্যেই নিজের নিজের বাসভবনে লাগিয়ে ফেলেছেন পদ্ম শোভিত বিজেপির ঝাণ্ডা।
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে পতাকা উত্তোলনের মধ্যে নিয়ে শুরু হয় ক্যাম্পেইন। আনুষ্ঠানিক ভাবে এই প্রচারের উদ্বোধন হয় পন্ডিল দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়াম থেকে। "মোদী সরকারকে যদি জেতাতে চান তাহলে বাড়িতে বাড়িতে তুলুন বিজেপির পতাকা" এই বার্তা ছড়িয়ে পড়েছে চারদিকে। বার্তায় আরও বলা হয়েছে সেই পতাকার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আর লিখুন #মেরাপরিবারভাজপাপরিবার।" মোট একমাস ধরে চলবে এই ক্যাম্পেইন। মার্চ মাসের ২ তারিখে শেষ হবে প্রচার অভিযান।

No comments