বাংলায় সবকটি আসনে জিততে হবে: মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: মোদী সরকারকে হারাতে বাংলায় সবকটি আসনে জিততে হবে। নজরুল মঞ্চে কোর কমিটির বৈঠকে দলীয় সমর্থকদের সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নেত্রীর বার্তা শুনলেই হবে না , এই জয়কে বাস্তবে রূপ দিতে হবে।
তাই ভোটের আগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি, কংগ্রেস, সিপিআই(এম) জোট গড়ার আগেই জেলায় জেলায় দলকে শক্তিশালী করতে হবে। টাকা দিয়ে কেউ যেন দল ভাঙাতে না পারে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
এর পরে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, তৃণমূল নেতাদের ফোন করে বলা হচ্ছে কত টাকা লাগবে চলে এসো। প্রচুর টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। সেজন্য জেলার নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর পরে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, তৃণমূল নেতাদের ফোন করে বলা হচ্ছে কত টাকা লাগবে চলে এসো। প্রচুর টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। সেজন্য জেলার নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Loading...
কোন মন্তব্য নেই