Header Ads

রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের।ফের উজ্জ্বল প্রাথমিকে PRT স্কেল প্রাপ্তির আশা। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ PRT স্কেল নিয়ে ফের আদালতে মুখ পুড়ল রজ্যের। কেন্দ্রের নির্ধারিত যোগ্যতামান সম্পুর্ন হলেও, এত বেতন বৈষম্য কেন,লিখিত আকারে জানাক রাজ্য। আজ মোশান চলাকালীন এমনই মন্তব্য করেন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে বারবার রাস্তায় নেমে সরব হয়েছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশন নামক এক অরাজনৈতিক সংগঠনের যুক্ত রাজ্যের রাজ্যের লক্ষাধিক শিক্ষক।
অন্যান্য রাজ্য গুলির তুলনায় এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা প্রায় ১২০০০টাকা বেতন কম পান বলে অভিযোগ। শিক্ষকদের দাবি, কেন্দ্রে ও NCTE এর নির্দেশ অনুসারে বেঁধে দেওয়া যোগ্যতামা সম্পুর্ন করেছেন এরাজ্যের প্রাথমিক প্রায় সমস্ত শিক্ষক/শিক্ষিকারা। অথচ বেতনের ক্ষেত্রর দেশের অন্যান্য রাজ্যের শিক্ষকদের তুলনায় প্রচুর কম পাচ্ছেন তারা। কেন এই বৈষম্য?
একাধিকবার পথে নেমে আন্দোলন করার পর সরকারের কোন হেলদোল না দেখে শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষকরা তবে আন্দোলনের পথ বা আলোচনার রাস্তা কোনটাই ছাড়েননি উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশন।
আর আজ উস্থি ইউনাইটেড এর সহযোগীতায় গৌতম করন সহ ৩৮ জন পিটিশনার থেকে করা মামলার প্রেক্ষিতে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী মামলাকারীদের অভিযোগকে মান্যতা দিয়ে এদিন রাজ্যসরকারের আইনজীবীর কাছে জানতে চান কেন্দ্রের নির্দেশ অনুসারে বেঁধে দেওয়া যোগ্যতামানে সম্পূর্ন করার পরেও কেন প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন / পিআরটি স্কেল দেওয়া হচ্ছে না?
পরে আগামী ৪ সপ্তাহের মধ্যে হাইকোর্টকে এর উত্তর হলফনামা দিয়ে লিখিত আকারে জানাতে নির্দেশও দিয়েছেন বিচারপতি। পাশাপাশি মামলাকারীকেও পরবর্তী ২ সপ্তাহের মধ্যে জবাবী হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি । এছাড়াও পরবর্তী শুনানির জন্য আগামী এপ্রিল মাসের মান্থলী লিস্টে মামলাটিকে রাখারও নির্দেশ দেন মাননীয়া বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী। মামলাকারীদের পক্ষে মামলাটি লড়ছেন বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্জের সহকারী সুদীপ্ত দাশগুপ্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.