Header Ads

পাকিস্তান ১টা পরমানু বোমা ফেললে ভারত ২০টা ফেলে মুছে দেবে পাকিস্তানকে! মুশারফ

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় ঘটে জাওয়া ন্যাক্কারজনক সন্ত্রাসবাদী হামলা হয় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে, প্রান হারান ৪৯ জন সেনা। তাঁর পরথেকেই সমগ্র দেশ কার্যত রাগে ফুঁসছে পাকিস্তানের ওপর। অভিযোগ জঙ্গিরা পাকিস্তানের আশ্রিত, সে সুবাদেই ভারত সরকার বিদেশ এবং কূট নীতির অস্ত্রে আক্রমন হেনেছে প্রতিবেশি দেশের ওপর কিন্তু সম্মুখ সমর অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি এখনও আসেনি। এর মধ্যেই মন্তব্য সামনে এল প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের। সেচ্ছায় নির্বাসন নেওয়া পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এখন সংযুক্ত আরব আমিরশাহীতে থাকেন। শুক্রবার সেখানেই পুলওয়ামার ঘটা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে তিনি বলেন ‘‘ভারত-পাকিস্তানের সম্পর্ক আবার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তবে কোনও পরমাণু হামলা হবে না।
পাকিস্তান একটা পরমাণু বোমা ভারতে ফেললে, সঙ্গে সঙ্গে ভারত ২০টা পরমানু বোমা ফেলে আমাদের ধ্বংস করে দেবে।" তাঁর আরও মন্তব্য ভারতের সাথে যুদ্ধ করতে হলে ভারতকে সুযোগ দেওয়া যাবে না, শুরুতেই অন্তত ৫০ টা পরমানু বোমা ফেলতে হবে! পাশাপাশি তাঁর হতাশ জিজ্ঞাসা "আমরা কি ৫০টা পরমানু বোমা ভারতে ফেলার মত যায়গায় আদেও রয়েছি?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.