ভারতরত্ন নিয়ে ভূপেন হাজারিকার পরিবারে মতপার্থক্য।
নজরবন্দি ব্যুরোঃ ভূপেন হাজারিকার ভারতরত্ন নিয়ে হাজারিকা পরিবারে মতপার্থক্য দেখা দিল। ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকার দাবি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাঁরা বাবার মরোনোত্তর 'ভারতরত্ন' সম্পর্কে কোনও আমন্ত্রণ এখনও আসেনি ফলে তা প্রত্যাখ্যান নিয়ে প্রশ্ন ওঠেনা।
অন্য়দিকে কেন্দ্রের এই সম্মানের ঘোষণাকে তিনি 'কদর্য প্রচেষ্টা' বলে দাবি করে এনআরসি ইস্যুতে বিজেপি সরকারকে একহাত নেন।অপরদিকে ভূপেন হাজারিকার ভাই সমর হাজারিকার দাবি , 'ভূপেনদা সম্মানের যোগ্য। আমাদের মতন ভূপেন হাজারিকাও খুশি হতেন যদি তিনি এই সম্মানের কথা জানতে পারতেন। তেজ এই বিষয়ে আমাদের সঙ্গে কোনও কথা বলেনি, তবে আমার মনে হয় তেজের তরফে এটা গ্রহণ করা উচিত। ' পাশাপাশি ভূপেন হাজারিকার ভাই সমরের দাবি ভারতরত্ন নিয়ে এই বিতর্ক অমূলক।
অন্য়দিকে কেন্দ্রের এই সম্মানের ঘোষণাকে তিনি 'কদর্য প্রচেষ্টা' বলে দাবি করে এনআরসি ইস্যুতে বিজেপি সরকারকে একহাত নেন।অপরদিকে ভূপেন হাজারিকার ভাই সমর হাজারিকার দাবি , 'ভূপেনদা সম্মানের যোগ্য। আমাদের মতন ভূপেন হাজারিকাও খুশি হতেন যদি তিনি এই সম্মানের কথা জানতে পারতেন। তেজ এই বিষয়ে আমাদের সঙ্গে কোনও কথা বলেনি, তবে আমার মনে হয় তেজের তরফে এটা গ্রহণ করা উচিত। ' পাশাপাশি ভূপেন হাজারিকার ভাই সমরের দাবি ভারতরত্ন নিয়ে এই বিতর্ক অমূলক।
No comments