“দিল” ছবির সিক্যুয়াল নিয়ে ভাবনা পরিচালক ইন্দ্র কুমারের।
নজরবন্দি ব্যুরোঃ আমির খান ও মাধুরী অভিনীত সুপার হিট ছবি “দিল”। এই ছবিটি মুক্তি পায় ১৯৯০ সালে। আর এবার ২৯ বছর পর সেই ছবির সিক্যুয়াল নির্মাণের ভাবনা শুরু হয়েছে।
আর এই ভাবনা শুরু করেছেন 'দিল' ছবির পরিচালক ইন্দ্র কুমার।ছবির সিক্যুয়াল নির্মাণের কথা জানিয়েছেন ইন্দ্র কুমার।তিনি বলেন, 'আমার হাতে এখন ছয়টি চিত্রনাট্য আছে। যার মধ্যে দিল ছবির সিক্যুয়াল একটি। ছবিটির নাম হতে পারে 'দিল এগেইন'। তবে এখন আমি শুধুই টোটাল ধামাল নিয়ে ভাবছি। তাছাড়া আমি জানিনা আমার পরবর্তী ছবি আসলে কোনটি।'
আর এই ভাবনা শুরু করেছেন 'দিল' ছবির পরিচালক ইন্দ্র কুমার।ছবির সিক্যুয়াল নির্মাণের কথা জানিয়েছেন ইন্দ্র কুমার।তিনি বলেন, 'আমার হাতে এখন ছয়টি চিত্রনাট্য আছে। যার মধ্যে দিল ছবির সিক্যুয়াল একটি। ছবিটির নাম হতে পারে 'দিল এগেইন'। তবে এখন আমি শুধুই টোটাল ধামাল নিয়ে ভাবছি। তাছাড়া আমি জানিনা আমার পরবর্তী ছবি আসলে কোনটি।'
No comments