লক্ষণ শেঠের কংগ্রেসে যোগ দিতে আর বাধা থাকল না! দিল্লি থেকে মিলেছে অনুমতি।
নজরবন্দি ব্যুরো: দলে এখন নতুন মুখ দরকার। এই যুক্তি সামনে রেখে এক সময়ে হলদিয়ার দোর্দণ্ডপ্রতাপ বাম নেতা লক্ষণ শেঠকে দলে নেওয়ার সবুজ সংকেত দিল্লি থেকে পেতে চলেছে প্রদেশ কংগ্রেস।
নন্দীগ্রাম কাণ্ডের নায়ক হিসাবে অভিযুক্ত এই লক্ষণ শেঠকে দলে নেওয়া নিয়ে রাজ্য কংগ্রেসের মধ্যে বিতর্ক আছে। বিরোধী দলনেতা আবদুল মান্নানের মতো বেশ কিছু নেতা লক্ষণ শেঠকে দলে নেওয়ার বিরোধিতা করে বারংবার মুখ খুলেছেন। এর ফলে জল গড়ায় দিল্লি পর্যন্ত। প্রদেশ কংগ্রেসের একাংশের দাবি, লক্ষণ শেঠকে দলে নিতে দিল্লির আপত্তি নেই। মঙ্গলবারই দিল্লি থেকে এই বার্তা রাজ্য কংগ্রেসকে জানিয়ে দিয়েছে। এরে ফলে যে কোনও দিনই হাতে কংগ্রেসের পতাকা তুলে নিতে পারেন লক্ষণ শেঠ।
No comments