Header Ads

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরছেন বিরাট-বুমরা। বিশ্বকাপের জন্য মোটামুটি নিশ্চিত ১৩ জন ।

নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে দলে ফিরছেন বিরাট। দলে থাকবেন জসপ্রিত বুমরাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকেই তিনি রয়েছেন বিশ্রামে।
বিশ্বকাপের আগে হাতে রয়েছে মাত্র পাঁচটি একদিনের ম্যাচ। তাই এটাই শেষ সুযোগ। ১৫ জনের দল গুছিয়ে নেওয়ার। এই দলে ১৩ জন নিশ্চিত। লড়াই হবে ২ টি স্থান নিয়ে এক দ্বিতীয় উইকেটরক্ষক আর তৃতীয় ওপেনার। উইকেটরক্ষকের লড়াইয়ে আছেন দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ। আর তৃতীয় ওপেনার হিসেবে লোকেশ রাহুল নাকি কোন বাঁহাতি পেসার? পেসার খলিল আহমেদের সঙ্গে লড়াই জয়দেব উনাদকাতের। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে উনাদকাতকে দেখে নেওয়া হতে পারে।


 তৃতীয় ওপেনার হিসেবে নির্বাচকরা অসিদের বিরুদ্ধে দেখে নিতে চাইবেন লোকেশ রাহুলকে। এদিকে রোহিত শর্মাকে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা। তিনি ফিরবেন একদিনের সিরিজে। যে ১৩ জন মোটামুটি নিশ্চিত তাঁরা হলেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, বিজয় শঙ্কর, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা ও মহম্মদ সামি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.