Header Ads

৫০০ কোটি বকেয়া শোধ না করে রাফালে বিনিয়োগ কেন? রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে এরিকসন।

নজরবন্দি ব্যুরোঃ রাফাল বিতর্কের পর এবার ফের বেকায়দায় রিলায়েন্স গ্রুপ। সুপ্রিম কোর্টে রিলায়েন্সের বিরুদ্ধে অভিযোগ তুললো টেলিকম যন্ত্রাংশ উৎপাদক সংস্থা এরিকসন।
তাদের অভিযোগ, রাফাল চুক্তিতে বিনিয়োগ করার টাকা আছে। অথচ বকেয়া ৫৫০ টাকা শোধ করে নি রিলায়েন্স গ্রুপ। যদিও আত্মপক্ষ সমর্থনে যুক্তি সাজিয়েছে অনিল আম্বানির সংস্থা। তাদের দাবি, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওর সাথে সম্পত্তি বিক্রির বিষয়টি ফলপ্রসূ হয়নি৷ তাই তহবিলের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। এদিকে নিজেদের দেউলিয়া অবস্থার কথা জানিয়ে বলা হয়েছে, বকেয়া মেটানোর আপ্রান চেষ্টা করলেও এখনো কোনো ব্যবস্থা করে উঠেতে পারেনি তারা।

আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ ওঠে রিলায়েন্স এর বিরুদ্ধে। এদিন কোর্টে উপস্থিত ছিলেন রিলায়েন্স টেলিকম সংস্থার চেয়ারম্যান সতীশ শেঠ, অনিল আম্বানি, ছায়া ভিরানি। সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি বিনিত সরন ও নরিম্যানের বেঞ্চ। রায় ঘোষণা করা হয়নি এখনো। এদিন দুপক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.