তৃণমূলের ২৫ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ জানালেন সুজন চক্রবর্তী!
নজরবন্দি ব্যুরো: বহু দিন ধরে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ করে আসছে সিপিআই(এম)। এবার সরাসরি তৃণমূলের প্রথম সারির ২৫ জন নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুললেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার আয়কর দফতরে দীর্ঘ নামের তালিকা জমা করেন তিনি। সূত্রের খবর, সেই তালিকায় নাম রয়েছে এই রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীর।
জানা গিয়েছে, আজ সকালে আয়কর দফতরে যান সুজন চক্রবর্তী।
বেআইনি সম্পত্তির পরিমাণ জানিয়ে শাসকদলের ২৫ জন নেতা, মন্ত্রী, বিধায়কের নামের তালিকা নর্থ ইস্ট রিজিয়নের ডিরেক্টরের কাছে জমা করেন তিনি। এদিন সাংবাদিকদের সামনে সুজন চক্রবর্তী রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, “এই রাজ্যকে বে-আইনি সম্পত্তির কারখানা বানিয়ে তুলছেন তৃণমূল নেতারা।" তাঁর কটাক্ষ, “বেআইনি সম্পদ নিয়ে মন্ত্রী, এমএলএ হওয়া, তুর্কি নাচন নাচাব।”
জানা গিয়েছে, আজ সকালে আয়কর দফতরে যান সুজন চক্রবর্তী।

No comments