নিষিদ্ধ ছবি তুলে কিডন্যাপড নায়িকা রুক্মিনী। কিভাবে তাকে বাঁচাবে প্রেমিক দেব?
নজরবন্দি ব্যুরোঃ দেব ও রুক্মিনী অভিনীত কিডন্যাপ ছবি টিজার রিলিজ হল। পরিচালক রাজা চন্দ এর ছবির ৪৫ মিনিটের টিজারে অ্যাকশন ও রোমান্সের জমজমাট কম্বিনেশন।
ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন রুক্মিনী। তার চরিত্রের নাম মেঘনা। অপরদিকে মালয়শিয়ান ডিজে দীপের চরিত্রে থাকবেন দেব। পানশালায় ছবি তুলতে গিয়ে কিছু নিষিদ্ধ ছবি তুলে ফেলে মেঘনা। তারপরেই কিডন্যাপড হয় সে। কিভাবে তাকে বাঁচাবে নায়ক, সেই নিয়েই ছবির গল্প। ছবিতে দেব, রুক্মিনী ছাড়াও রয়েছেন চন্দনা সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রান্তিক ব্যানার্জি, শহীদূর রহমান, অসীম রায়চৌধুরী, শ্রীপর্না রায়। সংগীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি।
ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন রুক্মিনী। তার চরিত্রের নাম মেঘনা। অপরদিকে মালয়শিয়ান ডিজে দীপের চরিত্রে থাকবেন দেব। পানশালায় ছবি তুলতে গিয়ে কিছু নিষিদ্ধ ছবি তুলে ফেলে মেঘনা। তারপরেই কিডন্যাপড হয় সে। কিভাবে তাকে বাঁচাবে নায়ক, সেই নিয়েই ছবির গল্প। ছবিতে দেব, রুক্মিনী ছাড়াও রয়েছেন চন্দনা সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রান্তিক ব্যানার্জি, শহীদূর রহমান, অসীম রায়চৌধুরী, শ্রীপর্না রায়। সংগীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি।

No comments