Header Ads

কি চাই উপহার.... এক মুঠো রোদ নাকি এক পশলা বৃষ্টি?

উপহার
শিউলি নন্দন
আজ একটি বছর করলো পার 
আমাদের নতুন সংসার , 
সকাল বেলায় ঘুম জড়ানো চোখে 
মুখের উপর এসে বললে 
কি চাই উপহার....
এক মুঠো রোদ নাকি এক পশলা বৃষ্টি ?
শুনেই যেন বদলে গেলো আমার চোখের দৃষ্টি । 
রেগেই বলি মরণ ...রাখো অমন উপহার ॥ 
তুমি মিষ্টি হেসে ..বললে .., ধুর ..বোকা মেয়ে 
চাইলেই তুমি দিতে পারি অনেক গয়না 
আর রকমারি শাড়ি 
তাই বলে কি ইচ্ছে করলেই 
এক মুঠো রোদ বা বৃষ্টি দিতে পারি ॥

কবিঃ শিউলি নন্দন
বৈকুন্ঠপুর
বর্ধমান 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.