কি চাই উপহার.... এক মুঠো রোদ নাকি এক পশলা বৃষ্টি?
উপহার
শিউলি নন্দন
আজ একটি বছর করলো পারআমাদের নতুন সংসার ,সকাল বেলায় ঘুম জড়ানো চোখেমুখের উপর এসে বললেকি চাই উপহার....এক মুঠো রোদ নাকি এক পশলা বৃষ্টি ?শুনেই যেন বদলে গেলো আমার চোখের দৃষ্টি ।রেগেই বলি মরণ ...রাখো অমন উপহার ॥তুমি মিষ্টি হেসে ..বললে .., ধুর ..বোকা মেয়েচাইলেই তুমি দিতে পারি অনেক গয়নাআর রকমারি শাড়িতাই বলে কি ইচ্ছে করলেইএক মুঠো রোদ বা বৃষ্টি দিতে পারি ॥
কবিঃ শিউলি নন্দন
বৈকুন্ঠপুর
বর্ধমান
Loading...
কোন মন্তব্য নেই