Header Ads

সৌরভের কথায় খুব লেগেছে মিঁয়াদাদের। তাই হাস্যকর যুক্তি দিয়ে খোঁচা দাদাকে।

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্থানকে  উপযুক্ত জবাব দিতে যখন বিরোধী রাজনৈতিক দল, সাধারণ মানুষ থেকে সমাজের নানা ক্ষেত্রে সফল মানুষ জন একজোট হয়ে কথা বলছেন।
সেই তালিকায় আছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ক'দিন আগে সৌরভ বলেছিলেন, শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, কোনও খেলায় পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিত নয়। ওদের বয়কট করা হোক। তারপর এমন পালটা বোমা বর্ষণ হবে আশা করা যায়নি। মিঁয়াদাদ খোঁচা মেরে বলেছেন, 'সামনে লোকসভা নির্বাচন। মনে হচ্ছে সৌরভ ভোটে দাঁড়াতে এ সব বলছে।

 ওর হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে। দেশের মানুষের থেকে সস্তার প্রচার পেতে এসব বলেছে।' এখানেই শেষ নয়। পাকিস্তানকে বিশ্বকাপে বয়কটের জন্য আইসিসির কাছে চিঠি পাঠানোর কথা ভেবেছে বিসিসিআই। সেই প্রসঙ্গ টেনে এনে মিঁয়াদাদ জানিয়েছেন, 'আইসিসির তো বিসিসিআইয়ের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। বিশ্বকাপে অংশগ্রহণের অধিকার সব দেশের আছে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.