তৃণমূল বিধায়ক খুনের পর এবার দলীয় কার্যালয়েই গুলিবিদ্ধ শাসক দলের কাউন্সিলার!
দক্ষিন ২৪ পরগনার বজবজের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অন্য দিনের মত আজও সন্ধায় নিয়ম করেই বসে ছিলেন দলীয় কার্যালয়ে। সেখানেই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। ২টো গুলি লেগেছে তাঁকে, একটা বুকে অন্যটা পেটে বলে খবর। সঙ্কটজনক তৃণমূল কাউন্সিলার মিঠুন টিকাদার কে চিকিৎসার জন্যে তৎপরতার সাথে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments