বেতন কাঠামো পূনর্বিন্যাসের দাবিতে কারিগরি ভবনের সামনে রাতভোর ধর্নায় শিক্ষক-রা। #Exclusive
ধর্না শুরু হয়েছিল দুপুরেই প্রশাসনের অনেক চেষ্টার পরেও ধর্না ওঠেনি। শিক্ষকরা এই গভীর রাতেও অব্যাহত রেখেছেন তাঁদের ধর্না। আন্দোলনকারীদের দাবি যতই ঝড় ঝাপটা আসুক নিজেদের দাবি থেকে একচুল-ও নড়বেন না তারা।
উল্লেখ্য, বেতন কাঠামো নিয়ে অভিযোগ শিক্ষকদের দীর্ঘদিনের। বেতন কাঠামো পুনর্বিন্যাস, কাজের ধরণ অনুযায়ী শিক্ষক ও প্রশিক্ষক রূপে পদ গঠন করে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সকলের জন্য নির্দিষ্ট মাসিক বেতন কাঠামো নির্ধারণ করা, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতেই আজকের অবস্থান বিক্ষোভে সংগঠনের শিক্ষকরা। বিক্ষোভকারী শিক্ষকদের তরফে জানানো হয়েছে, তাদের দাবি বিবেচনা না করা হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।


No comments