Header Ads

আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দি ভাষা বিষয়ক বইয়ে স্থান পেতে চলেছে অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা।

নজরবন্দি ব্যুরোঃ আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দি ভাষা বিষয়ক বইয়ে স্থান পেতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা।
‘দ্য ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছেন। গিয়েছে। ‘কদম মিলকর চলনা হোগা’ কবিতাটি সামনের বছর থেকে পড়বে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীরা। এনসিইআরটি-র বসন্ত বইতে রয়েছে হিন্দি ভাষায় নাম করা লেখকদের ছোটগল্প, কবিতা ও গদ্য। সেই বইয়ে এবার স্থান পেল বাজপেয়ীর কবিতা টি।

তবে এর জন্য কোনও কবিতা সরানো হবে না শুধুমাত্র এই কবিতাটি অন্তর্ভুক্ত হবে তা অবশ্য জানা যায়নি। এই কবিতার অন্তর্ভুক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি এনসিইআরটি-র ডিরেক্টর ঋষিকেশ সেনাপতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.