পুলওয়ামার পর এবার জঙ্গিদের টার্গেট স্ট্যাচু অফ ইউনিটিতে! নিরাপত্তা বাড়ানো হল গুজরাটে।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার পর এবার গুজরাটে হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়েই হাই অ্যালার্ট জারি করা হল সেখানে। গুজরাট পুলিশের কাছে এই তথ্য আসার পর আজই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।
গুজরাটের বিভিন্ন রেল স্টেশন, সমুদ্র উপকূলবর্তী সীমান্তগুলি ও স্ট্যাচু অফ ইউনিটিতে নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে। গুজরাটের ১৬০০ কিলোমিটার জুড়ে থাকা উপকূল সীমান্তের ওপারেই পাকিস্তানের জলসীমা। এর আগে ১৯৯৩ ও ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালানোর আগে এখানে দিয়েই অনুপ্রবেশ করেছিল পাকিস্তানি জঙ্গিরা।

No comments