ইমরানের ছবি সরানোয় কড় নিন্দা, ICC-র কাছে অভিযোগ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কিন্তু পুলওয়ামা জঙ্গি হানায় পাক প্রশাসনের অবস্থান দেখে শুক্রবার ইমরান খানের সেই ছবি ঢেকে দিল ক্লাব কর্তৃপক্ষ। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রেমাল উদানি জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাঁদের প্রতিবাদের ভাষা। ছবিটি সেখান থেকে চিরকালের মতো সরিয়ে দেওয়া হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চলতি মাসেই পাকিস্তান ক্রিকেট বোর্ড দুবাই-তে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশালাল ক্রিকেট কাউন্সিলে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান ক্রিকেত বোর্ডের পক্ষে জানানো হয়েছে “খেলাধূলার থেকে রাজনীতিকে বরাবরই দূরে রাখা উচিত বলে বিশ্বাস করেছি আমরা। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে জনতা ও দেশের মধ্যে বিভেদ ভুলে সম্পর্ক তৈরি করতে ক্রিকেটের বড় ভূমিকা থেকেছে।”

No comments