Header Ads

সীমান্ত এলাকার ২৭ গ্রাম ফাঁকা করার নির্দেশিকা!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ ভারতীয় সেনার মৃত্যুর পরেই ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। এই জঙ্গি হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে বদলা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যুদ্ধের জন্য ভারত-পাকিস্তান উভয়েই একে অপরের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে চলেছে। কোন পথে বদলা নেওয়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নি।
তবে সীমান্তে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে।

সূত্রের খবর, সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে জারি করা হয়েছে গোপন নির্দেশিকা। যে কোনও মুহূর্তে গ্রাম খালি করে দিতে হতে পারে। এমন নোটিশ জারি করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে।
পাক সেনার শেলিং-এর জবাবও দিয়েছে ভারতীয় সেনারা। তারপরই জারি হয় এই এই নির্দেশিকা। ওই নির্দেশিকাতে বলা হয়েছে ,শুধুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল বা কোনও সরকারি ভবনে আশ্রয় নেবার কথা বলা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.