Header Ads

সাংসদ সুনীল মণ্ডল-এর উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিতরণ বর্ধমানে।

রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল-এর উদ্যোগে ও কাটোয়া পৌরসভার ব্যবস্থাপনায় কাটোয়া বিধানসভার প্রতিবন্ধীদের সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাটোয়ার সংহতি মঞ্চে। কয়েকশো প্রতিবন্ধী মানুষদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান লোকসভার সংসদ সুনীল মণ্ডল, কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার, কাটোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় সহ কাটোয়া পৌরসভার কাউন্সিলারগণ। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিবন্ধী মানুষেরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.