Header Ads

নির্বাচনের দাবিতে আবারও উত্তাল যাদবপুর!

নজরবন্দি ব্যুরো: আবারও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পড়ুয়াদের দাবি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচন চান না। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সেই আগের বক্তব্যে অনড় আছেন।  তিনি এই নির্বাচন প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, সামনেই লোকসভা নির্বাচন। তাই এখন নির্বাচন সম্ভব নয়।
লোকসভা ভোট শেষ হলে তবেই এই নির্বাচন করা সম্ভব। কিন্তু যাদবপুরের পড়ুয়ারা দ্রুত এই নির্বাচন চায়।
কলেজ পড়ুয়া ও রাজ্যের শাসক দলের অনড় মনোভাবের জেরে শিকেয় উঠেছে পঠনপাঠন। শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হয়ে রয়েছেন সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ। আন্দোলনকারীদের দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা নির্বাচন করতে হবে।
এই নির্বাচন প্রসঙ্গে তৈরি হওয়া বিতর্কের সমাধান চাইছে কলেজ পড়ুয়ারা।
আর সেই কারণে তারা কর্তৃপক্ষ এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা চাইছেন। এই প্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন," যতক্ষণ না আলোচনাতে বসছে, ততদিন এই প্রতিবাদ চলবে।"

প্রসঙ্গত, উপাচার্য সুরঞ্জন দাসকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কত জনের কমিটি, সদস্যদের নাম কি, তা কয়েকদিনের মধ্যেই ঠিক হবে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.