তেজস যুদ্ধবিমান ওড়ালেন পিভি সিন্ধু।
নজরবন্দি ব্যুরোঃ সব থেকে কমবয়সী হিসাবে ভারতে তৈরি যুদ্ধবিমান তেজস ওড়ালেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।বিশ্বের সব থেকে কম ওজনের যুদ্ধবিমান তেজস উড়িয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ওলিম্পিকে রূপোজয়ী ব্যাডমিন্টন তারকা।
এয়েরো ইন্ডিয়া বিমান প্রদর্শনীতে কো-পাইলট হিসাবে তেজস ওড়ালেন সিন্ধু। শোনা গিয়েছিল, বেঙ্গালুরুতে এদিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস-এর উপস্থিত থাকার কথা। তবে আয়োজকদের তরফে এই ব্যাপারে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।
Loading...
কোন মন্তব্য নেই