রাতভোর শিক্ষকদের ধর্নার প্রভাবে পিছু হটল সরকার, আলোচনায় বসার আহ্বান এবার।
ধর্না শুরু হয়েছিল গতকাল দুপুরে। প্রশাসনের অনেক চেষ্টার পরেও ধর্না ওঠেনি। শিক্ষকরা দুপুর গড়িয়ে রাতভোর অব্যাহত রেখেছেন তাঁদের ধর্না। ধর্না এখনও চলছে। আন্দোলনকারীদের দাবি যতই ঝড় ঝাপটা আসুক নিজেদের দাবি থেকে একচুল-ও নড়বেন না তারা। লক্ষণীয় বিষয়, গতকালের থেকে আজকের জমায়েত অনেক বেশি হয়েছে শিক্ষকদের। আর মুহুর্তের সুখবর হল ধর্নার প্রভাবে আর শিক্ষকদের চাপে পিছু হঠল সরকার। ধর্না অবস্থানরত শিক্ষকদের থেকে প্রতিনিধি দলকে আলোচনায় বসার জন্যে আমন্ত্রন জানিয়েছেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি। যদিও শিক্ষকরা এতেই খুশি নন তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন "দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
দেখুন সেই দাবিপত্র


No comments