ভারতের দিক দিয়ে আক্রমণ হলে পাকিস্তান পাল্টা জবাব দেবে: ইমিরান খান
নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হানায় ভারতীয় ৪০ সেনার মৃত্যু হয়েছে। অনুমান, এই ঘটানোর সঙ্গে পাকিস্তান যুক্ত।
জঙ্গি হানা নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রাক্তন পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। মঙ্গলবার পাক সংবাদমাধ্যম মারফত তিনি ভারতের ঘাড়েই সব দায় চাপালেন। পাক প্রধানমন্ত্রীর বললেন, ''ভারতের দিক থেকে আক্রমণ হলে পাকিস্তান প্রতিরোধ করবে। পাল্টা জবাব দেওয়া হবে।''পুলওয়ামার ঘটনায় ভারতরে পক্ষ থেকে পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে।
পাকিস্তানের মদতেই ওই হামলা হয়েছে বলে মঙ্গলবার সকালেই সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
এর পরেই ইমরান খানের বক্তব্য, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। পাকিস্তান সন্ত্রাসবাদের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পাকিস্তান স্থায়িত্বের দিকে এগোচ্ছে। এই সময় কেন এমন হামলা করবে পাকিস্তান, সেটাই জানতে চেয়েছেন ইমরান খান। তাঁর বক্তব্য, ভারত প্রমাণ দিলে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে তিনি এর পাশাপাশি ভারতকে আলোচনার টেবিলে আহ্বান জানিয়েছেন।
জঙ্গি হানা নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রাক্তন পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। মঙ্গলবার পাক সংবাদমাধ্যম মারফত তিনি ভারতের ঘাড়েই সব দায় চাপালেন। পাক প্রধানমন্ত্রীর বললেন, ''ভারতের দিক থেকে আক্রমণ হলে পাকিস্তান প্রতিরোধ করবে। পাল্টা জবাব দেওয়া হবে।''পুলওয়ামার ঘটনায় ভারতরে পক্ষ থেকে পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে।
এর পরেই ইমরান খানের বক্তব্য, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। পাকিস্তান সন্ত্রাসবাদের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পাকিস্তান স্থায়িত্বের দিকে এগোচ্ছে। এই সময় কেন এমন হামলা করবে পাকিস্তান, সেটাই জানতে চেয়েছেন ইমরান খান। তাঁর বক্তব্য, ভারত প্রমাণ দিলে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে তিনি এর পাশাপাশি ভারতকে আলোচনার টেবিলে আহ্বান জানিয়েছেন।

No comments