প্রমান ছাড়া দোষারোপ কেন? চাইলে ভারত পাকিস্তানে এসে তদন্ত করুকঃইমরান খান
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আজ বলেন কাশ্মীরে কিছু হলেই প্রমান ছাড়াই ভারত পাকিস্তানের নামে দোষ দেয়। যা একেবারেই ঠিক নয়। এভাবে দোষারোপ করলে কোনদিন সমস্যার সমাধান হবে না।
কাশ্মীরের ঘটনায় তাঁর কটাক্ষ "কেন কাশ্মীরের যুবকরা আজ পথভ্রষ্ট তাঁর উত্তর খুঁজুক ভারত। পাশাপাশি তিনি জানিয়ে দেন জঙ্গি হামলার ঘটনায় ভারত তদন্ত করতে চাইলে পূর্ণ সহযোগিতা করবে পাকিস্তান। ভারত সরকারকে তাঁর বার্তা "চাইলে ভারত পাকিস্তানে এসে তদন্ত করতে পারে" কিন্তু অযথা দোষারোপ করা চলবে না।
আর ভারত যদি পাকিস্তানকে আক্রমন করে তাহলে পাকিস্তান জবাব দেবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জন সিআরপিএফ জওয়ানের।
আর ভারত যদি পাকিস্তানকে আক্রমন করে তাহলে পাকিস্তান জবাব দেবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জন সিআরপিএফ জওয়ানের।

No comments