বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, কেনও বিধায়ক গ্রেফতার হলেন না?
নজরবন্দি ব্যুরো: বিধায়ক হবার কারণেই কি হিট অ্যান্ড রান কেসে গ্রেফতার করা হল না সিটি রবি-কে? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে। সোমবার রাতে কর্ণাটকের টুমকুর জেলার কুনিগাল শহরে একটি গাড়িকে ধাক্কা মারে বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক সিটি রবি-র গাড়ি।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, এক মন্দিরে পুজো দিয়ে একটি পরিবার বেঙ্গালুরু ফিরছিল। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বেরিয়েছিলেন ওই গাড়ির ২ জন। এই সময় সিটি রবির গাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি ও তাঁর থেকে বাইরে বের হওয়া দু'জনকে সজোরে ধাক্কা মারে।
এই ঘটনায় সিটি রবি ও তাঁর গাড়ির চালকও জখম হন।
অপর গাড়ির দুই সওয়ারির মৃত্যু হয় ঘটনাস্থলে। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। অবশ্য বিধায়ক সামান্য আঘাত পেয়েছেন। গুরুতর হলেও রবির গাড়ি চালক এখন স্থিতিশীল। বিধায়ককে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়। কিন্তু ওই বিধায়ককে কেন গ্রেফতার হলেন না? তাহলে কি ওই ব্যক্তি বিজেপি নেতা ও বিধায়ক বলেই গ্রেফতার হলেন না? প্রশ্ন তুলছেন অনেকেই।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, এক মন্দিরে পুজো দিয়ে একটি পরিবার বেঙ্গালুরু ফিরছিল। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বেরিয়েছিলেন ওই গাড়ির ২ জন। এই সময় সিটি রবির গাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি ও তাঁর থেকে বাইরে বের হওয়া দু'জনকে সজোরে ধাক্কা মারে।
অপর গাড়ির দুই সওয়ারির মৃত্যু হয় ঘটনাস্থলে। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। অবশ্য বিধায়ক সামান্য আঘাত পেয়েছেন। গুরুতর হলেও রবির গাড়ি চালক এখন স্থিতিশীল। বিধায়ককে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়। কিন্তু ওই বিধায়ককে কেন গ্রেফতার হলেন না? তাহলে কি ওই ব্যক্তি বিজেপি নেতা ও বিধায়ক বলেই গ্রেফতার হলেন না? প্রশ্ন তুলছেন অনেকেই।

No comments