কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা, এডিজি সিআইডি হচ্ছেন রাজীব কুমার।
নজরবন্দি ব্যুরোঃ জল্পনা ছিল আগেই এবার শিলমোহর পড়ল কলকাতার নতুন পুলিশ কমিশনার পদের নতুন আইপিএস এর নাম নিয়ে। কলকাতার নতুন নগরপাল হচ্ছেন অনুজ শর্মা, রাজীব কুমারের স্থলাভিষিক্ত অনুজ আগে ছিলেন এডিজি(আইনশৃঙ্খলা) পদে। এখন থেকে তিনি কলকাতা পুলিশ কমিশনারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাবেন।
অন্যদিকে রাজীব কুমারকে নিয়ে যাওয়া হচ্ছে সিআইডি-তে সেখানে এডিজির দায়িত্ব পাচ্ছেন তিনি। পাশাপাশি হাওড়ার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিশাল গর্গ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করেছিল, সেখানে বলা ছিল নির্বাচনের কাজে যুক্ত কোনও অফিসার নিজের জেলায় পোস্টেড থাকলে তাকে বদলি করতে হবে।
পাশাপাশি কোন অফিসারের যদি একই জায়গায় চার বছর কিংবা ৩১ মে ২০১৯-এর মধ্যে তিন বছর পূর্ণ হয়, বদলি করতে হবে সেই অফিসারকেও। নির্বাচন কমিশন নবান্ন কে যে নির্দেশনামা দিয়েছিল তাতে বদলির সর্বোচ্চ সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি কিন্তু সেই সময়সীমা বর্তমানে বদলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বদলি করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যেই।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করেছিল, সেখানে বলা ছিল নির্বাচনের কাজে যুক্ত কোনও অফিসার নিজের জেলায় পোস্টেড থাকলে তাকে বদলি করতে হবে।

No comments