Header Ads

কিভাবে কাউন্সেলিং-এর লিস্ট সাজানো হয়েছে লিখিত ভাবে জানাতে হবে হাইকোর্ট কে!

নজরবন্দি ব্যুরোঃ আবার হাইকোর্টের দ্বারস্থ হলেন এক চাকরি প্রার্থী। নাম, অমৃতা ঠাকুর। তিনি নবম দশমের জীবন বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন। তাঁর অভিযোগ, প্যানেলের নিচের দিকে থাকা অনেকেই কাউন্সেলিং-এ ডাক পেলেও ডাক পান নি তিনি। অথচ তাঁর নাম ছিল প্যানেলের ওপরের দিকে!

অমৃতা ঠাকুরের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন তাঁর মক্কেলের নাম ছিল লিস্টের ১৫৫ নম্বরে তিনি ডাক পাননি অথচ ১৫৬, ১৬৩, ২০০ নম্বরে নাম থাকা চাকরিপ্রার্থীরা কাউন্সেলিং-এ ডাক পেয়েছেন!
গতকাল মামলার শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বিচারপতি মৌসুমি ভট্টাচার্য-কে জানান লিখিত পরীক্ষায় যাদের নাম্বার ছিল তাঁদের ডাকা হয়েছে কাউন্সেলিং-এ। তখন অমৃতা ঠাকুলের আইনজীবী উত্তরে স্কুল সার্ভিস কমিশনের রুলের উল্লেখ করে বলেন  "১২-র ৭ ও ৮-এ বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর মিলিয়ে ডাকতে হবে।"
তখন বিচারপতি নির্দেশ দেন পরবর্তী শুনানি আগামী ৫ই মার্চ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কে লিখিত ভাবে কিভাবে এবং কিসের ভিত্তিতে লিস্ট সাজানো হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী অমৃতা ঠাকুর, অপেক্ষা ৫ই মার্চের।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.