৪০০ বছরের পুরনো চন্ডীমাতার পুজোয় মন্দিরচত্বরে প্রচুর ভক্তের সমাগম কাটোয়ায়।
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত আমূল গ্ৰামে প্রতিবছর ন্যায় এবারও মাঘ মাসে মহানন্দা নবমীতে দেবাসিন চণ্ডীমাতার পূজা পালিত হয়েছে। শুক্রবার দশমী পূজা হয়। গ্ৰামবাসীদের কাজ থেকে শোনা যায় প্রায় ৪০০ বছর আগে দেবাসিন চণ্ডীমাতার পূজা পালিত হয়ে আসছে।
সেবাইত কুন্তল বন্দ্যোপাধ্যায় জানালেন শরৎকালে এই গ্ৰামে কোনো দূর্গাপূজা হয়না। তার পরিবর্তে মাঘ মাসে দূর্গা রূপে এখানে দেবাসিন চণ্ডীমাতার পূজা করা হয়। দেবাসিন চণ্ডীমাতার পূজাকে কেন্দ্র করে আমূল গ্ৰামবাসীরা মেতে উঠেছে। বর্ধমান জেলা ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বহু দূরের মানুষজন এই দেবাসিন চণ্ডীমাতার পূজা দেখতে আমূল গ্ৰামে আসেন। দেবাসিন চণ্ডীমাতার পূজা উপলক্ষে একটি বড় মেলা বসে। পূজা উপলক্ষে প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন মায়ের নিত্য সেবা পূজা হয় এবং ভোগ ও সন্ধ্যা আরতি হয়। মায়ের ভোগে লাগে মাগুর মাছ। পূজাকে কেন্দ্র করে মন্দিরচত্বরে প্রচুর ভক্তের সমাগম হয়।

No comments