মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া?
নজরবন্দি ব্যুরোঃ মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া? অনেকদিন ধরে, এমনই গুঞ্জন বি-টাউন ও লস অ্যাঞ্জেলসে ঘোরাফেরা করছে।
অনেকেই বলছেন, প্রিয়াঙ্কার গর্ভে এসেছে নিকের সন্তান। সম্প্রতি, নিউ ইয়র্ক ফ্যাশান উইকের একটি ভিডিওতে প্রিয়াঙ্কার 'বেবি বাম্প' একপ্রকার স্পষ্ট দেখা গেল। মার্কিন পাপারাত্জিউদের ক্যামেরায় তোলা এই ভিডিওতে প্রিয়াঙ্কার ছোট্ট 'বেবি বাম্প' দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। দেখুন সেই ভিডিও...
https://twitter.com/i/status/1095746045982765057
অনেকেই বলছেন, প্রিয়াঙ্কার গর্ভে এসেছে নিকের সন্তান। সম্প্রতি, নিউ ইয়র্ক ফ্যাশান উইকের একটি ভিডিওতে প্রিয়াঙ্কার 'বেবি বাম্প' একপ্রকার স্পষ্ট দেখা গেল। মার্কিন পাপারাত্জিউদের ক্যামেরায় তোলা এই ভিডিওতে প্রিয়াঙ্কার ছোট্ট 'বেবি বাম্প' দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। দেখুন সেই ভিডিও...
https://twitter.com/i/status/1095746045982765057

No comments