Header Ads

সোনাক্ষীর বিরুদ্ধে দায়ের প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: কিছু মাস আগে প্রমোদ শর্মা নামক এক অনুষ্ঠানের আয়োজক সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তিনি জানান, সোনাক্ষী দিল্লিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২৪ লক্ষ টাকা নেওয়ার পরেও  উপস্থিত থাকেননি অনুষ্ঠানে।

মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট রবীন্দ্র গৌড় জানান, "ঘটনার তদন্ত চলছে। অভিনেত্রী সহ চার জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে শুক্রবার এফআইআর দায়ের করা হয়েছে।"
ওই আধিকারিক জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজন হলেন মুম্বাই নিবাসী অভিষেক, মালবিকা ধুমিল এবং এডগার। এই চার জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ৪০৬ ধারায় বিশ্বাস ভঙ্গের অভিযোগ করা হয়েছে।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.