Header Ads

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়া, দুর্যোগ আরও বাড়বে।

নজরবন্দি ব্যুরো: এ দিন মধ্যরাত থেকে ভোরের মধ্যে দু’বার কালবৈশাখী বয়ে গিয়েছে শহরের উপর দিয়ে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪৪ থেকে ৫৫ কিলোমিটারের মধ্যে। খই ক্ষতি ও হয়েছে অনেক। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুরসভার কর্মীরা।

 কিন্তু দুর্যোগ আরও বাড়বে। আগামী দু’ঘণ্টায় কলকাতা, দুই ২৪ পরগানা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, সকালে ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতের জেরেই দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.