অস্কার মঞ্চে সেরার পুরস্কারই এল ভারতের ঝুলিতে। সেরা তথ্যচিত্র 'পিরিয়ডস এন্ড অফ সিজন'।
নজরবন্দি ব্যুরো: রাজধানী দিল্লির কাছেই হাপুর। যেখানে মহিলাদের 'পিরিয়ডস' এখনও একটি সামাজিক ট্যাবু। আর সেই ট্যাবু ভেঙে ফেলতে কয়েকজন মহিলার সংঘবদ্ধ লড়াই, স্যানিটারি ন্যাপকিন তৈরি। এই বিষয়বস্তুকে কেন্দ্র করে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। ঠিক যেমন ছিল অক্ষয় কুমারের 'প্যাডম্যান'।
তথ্যচিত্র আকারে তৈরি হওয়ায় এই ছবি অনেকটাই বাস্তবের প্রকৃত রূপ তুলে ধরতে সমর্থ হয়েছে। যার নাম 'পিরিয়ডস এন্ড অফ সিজন'। আর তাতেই এসেছে আন্তর্জাতিক খ্যাতি, স্বীকৃতি। লস অ্যাঞ্জেলেসে ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে সেরা তথ্যচিত্রের শিরোপা ছিনিয়ে নিলেন সহ প্রযোজক গুনিত মোঙ্গার। এই পুরস্কারের পতিক্রিয়া জানাতে গিয়ে গুনিত টুইটারে জানান 'আমরা জিতেছি, সব মেয়েরা আজ জিতেছে।'
Loading...
কোন মন্তব্য নেই