অস্ত্র হাতে দেখলেই গুলি! কড়া বার্তা সেনার
নজরবন্দি ব্যুরো: পুলওয়ামা কাণ্ডে ৪০ জন সেনার মৃত্যুর পরে কড়া বার্তা সেনার। এবার থেকে অস্ত্র হাতে দেখলেই গুলি করা হবে বলে হুঁশিয়ারি সেনার। লেফটেন্যান্ট জেনারেল, কনওয়ালজিত সিং ধিলোন জানান, কাশ্মীর উপত্যকায় আর কোনও অশান্তি বরদাস্ত করা হবে না, নাশকতায় যুক্তদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি কাশ্মীরি মা-দের কাছে অনুরোধ করেন যাতে তাঁরা সন্তানদের বোঝান সঠিকপথে চলার জন্য।
সেই সঙ্গে তিনি এও জানান জঙ্গি-নিধনে চলছে এনকাউন্টার পর্ব। আর নিজেদের নিরাপত্তার জন্যই যেন সকলে এই এনকাউন্টার সাইট থেকে দূরে থাকেন। আর কোনও রকমের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। যারা আত্মসমর্পণ করবে তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করবে সরকার।
এর পাশাপাশি কাশ্মীরি মা-দের কাছে অনুরোধ করেন যাতে তাঁরা সন্তানদের বোঝান সঠিকপথে চলার জন্য।

No comments