এবার নিজের প্রযোজনা সংস্থার ছবি থেকে পাকিস্তানী শিল্পী কে বার করলেন সলমন।
নজরবন্দি ব্যুরোঃ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে দেশের কেউই সাংস্কৃতিক দিক থেকে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কোনো রকম সংসর্গ রাখতে পারবেন না। এবার সেই কথা মেনে আতিফ আসলমকে ছবি থেকে সরালেন সলমন খান।
সলমন খানের প্রযোজনা সংস্থা তৈরি করছে ‘নোট বুক’ নামের একটি ছবি। সেই ছবিতে একটি গান গাওয়ার কথা ছিল আতিফ আসলমের। কিছুটা রেকর্ডিং তিনি করেছিলেনও। কিন্তু অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নোটিশের পর পাকিস্তানি এই গায়ক-অভিনেতাকে ছবি থেকে সরিয়ে দিয়েছেন সলমন।

No comments