Header Ads

রাজ্যে বাম ও কংগ্রেসের জোটের জট কাটছে!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে কংগ্রেস ও বামেদের মধ্যে জোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে এর মধ্যে জোট নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে তাতে জোট-পন্থীরা কিছুটা খুশি হতে পারেন।
উত্তর মালদহ আসনে প্রার্থী হতে পারেন দীপা দাশমুন্সি। রায়গঞ্জে আবার প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিমের। মুর্শিদাবাদ আসনে দাঁড়াচ্ছেন বর্তমান সাংসদ বদরুদ্দোজা মোল্লা।
বহরমপুর কেন্দ্র থাকছে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর হাতে। আর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে সাংসদ অভিজিত্‍ মুখোপাধ্যায় দাঁড়াচ্ছেন পুরনো জঙ্গিপুর আসন থেকেই।
বাম-কংগ্রেস আসন সমঝোতার প্রাথমিক আলোচনায় এমন ভাবে সেরে ফেললেন দুই দল। রাজ্যে জোট নিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রদেশ সভাপতি সোমেন মিত্রর সঙ্গে টেলিফোনে প্রাথমিক আলোচনা হয়েছে বলে এক বিশেষ সূত্রের দাবি।
জোট নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথম থেকে এই তিন জেলা নিয়ে অস্বস্তির মধ্যে ছিল দুই দল। তাই প্রথম রাউন্ডে জোটপন্থীরা এখন কিছুটা হলেও স্বস্তিতে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.