Header Ads

পাকিস্তানের উপর দ্বিতীয় বার প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা!

নজরবন্দি ব্যুরো: এবার  গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি পাকিস্তানি সেনা ক্যাম্প। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ু-সেনার হামলার পরে, দফায় দফায় নিয়ন্ত্রণ-রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা। জম্মু, রাজৌরি ও পুঞ্চ সেক্টর দিয়ে পাক হামলা হয়েছে মঙ্গলবার সারা দিন।
তার জেরেই এই দ্বিতীয় বার আক্রমণ করে ভারতীয় সেনারা।
ভারতের এই দ্বিতীয় অভিযানে বেশ কয়েক জন পাক সেনা জওয়ান নিহত হয়েছে বলে খবর। পাঁচ ভারতীয় সেনাও আহত হয়েছেন। জখম ভারতীয় সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পাক বাসিন্দাদের বাড়ি থেকে গুলি চালাচ্ছে পাক সেনা। স্থানীয় বাসিন্দাদের বাড়িগুলি ঢাল হিসেবে ব্যবহার করছে পাক সেনারা।
তবে ভারতীয় সেনাদের দাবি, পাল্টা হিসেবে সাধারণ মানুষের বাড়িগুলি তাক করে গুলি চালাচ্ছে না ভারতীয় সেনা। শুধু পাক সেনা-পোস্টগুলি লক্ষ্য করেই গুলি চালাচ্ছে ভারতের সেনা। এভাবেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি পাক সেনা চৌকি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.