ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন জবি?
নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলের হয়ে আই লিগ ২০১৮-১৯ মরসুমটা দুর্দান্ত কেটেছে কেরলের স্ট্রাইকার জবি জাস্টিনের। এই বছর এখনও পর্যন্ত আইএসএল ও আই লিগ মিলিয়ে সর্বোচ্চ গোল করা ভারতীয় স্ট্রাইকার তিনি।তবুও আইলীগ কার্যত হাতছাড়া লাল-হলুদের। আর আই লিগ হাতছাড়া হবার সঙ্গে হয়তো হাতছাড় হতে চলেছে ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিনও।
,কেরল বিদ্যুৎ পর্ষদের থেকে তিন বছরের চুক্তি তে ইস্টবেঙ্গলে আসার জন্য সই করে জবি । প্রথম দুটি বছর সেইরকম ভাবে সুযোগ পাননি এই বছর কোচ আলেসান্দ্রো হাত ধরে তার উত্থান হয় তাঁর। এর পরই বেশ কয়েকটি আইএসএল ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহী হলেও সবচেয়ে বেশি কথাবার্তা এগিয়েছে কলকাতারই ক্লাব এটিকে-র সঙ্গে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে জবিকে দলে নিতে বিশাল অর্থের প্রস্তাব দিয়েছে তা
রা।
পর পর দুই মরসুম ধরে গোল করার লোকের অভাবে ভুগছে এটিকে। কিন্তু জবি থাকতে চেয়েছিলেন লাল-হলুদেই তাই তিনি আইএস এল খেলার ব্যাপারে আলোচনায় বসতে চেয়েছিলেন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট সেই ব্যাপারে উদাসীন থাকায় হতাশ হয়ে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ।
,কেরল বিদ্যুৎ পর্ষদের থেকে তিন বছরের চুক্তি তে ইস্টবেঙ্গলে আসার জন্য সই করে জবি । প্রথম দুটি বছর সেইরকম ভাবে সুযোগ পাননি এই বছর কোচ আলেসান্দ্রো হাত ধরে তার উত্থান হয় তাঁর। এর পরই বেশ কয়েকটি আইএসএল ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহী হলেও সবচেয়ে বেশি কথাবার্তা এগিয়েছে কলকাতারই ক্লাব এটিকে-র সঙ্গে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে জবিকে দলে নিতে বিশাল অর্থের প্রস্তাব দিয়েছে তা
পর পর দুই মরসুম ধরে গোল করার লোকের অভাবে ভুগছে এটিকে। কিন্তু জবি থাকতে চেয়েছিলেন লাল-হলুদেই তাই তিনি আইএস এল খেলার ব্যাপারে আলোচনায় বসতে চেয়েছিলেন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট সেই ব্যাপারে উদাসীন থাকায় হতাশ হয়ে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ।
Loading...
কোন মন্তব্য নেই