#AirStrike নায়কের তকমা দিয়ে ভাইরাল হল বায়ুসেনা জওয়ান দের ২ বছর আগের ছবি!!!
ভারতীয় বায়ু সেনার মিরাজ ২০০০ বিমান হামলা চালায় জঙ্গি ঘাটির ওপরে, অসমর্থিত সূত্রে খবর মৃত্যু হয় ৩৫০ জন জঙ্গির। ২১ মিনিটের নিখুঁত অপারেশন।
Mirage 2000
F-16(Pakistan)
কিন্তু মিরাজের বহর দেখে আঘাত হানা তো দূরের ব্যাপার কার্যত লেজ গুটিয়ে পালায় তাঁরা। কারন মিরাজ ২০০০ বোমারু বিমানের বহর অনেকটা রাজা বাদসার মতই। সূত্রের খবর মিরাজ ২০০০ বিমান কখনো একা একা যায় না। পাইলট লাগে তাঁকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য। আজ ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বোমারু বিমান কে এসকর্ট করে নিয়ে যায় শুখোই ৩০ যুদ্ধ বিমান।
Sukhoi 30
ভারতীয় বায়ু সেনার এই তোড়জোড় দেখে আর সম্মুখ সমরের রাস্তায় হাটেনি পাকিস্তানি যুদ্ধ বিমান এফ১৬। পালিয়ে যায় তারা। এর পরেই দিনভর দেশজুড়ে চালু হয় সেই মিরাজ ২০০০ জেটের পাইলটদের ছবি নিয়ে বন্দনা। সোস্যাল মিডিয়া ছেয়ে যায় বায়ুসেনার বীর জওয়ান দের ছবিতে! আসলে 'ফেক' ছবিতে! সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বায়ুসেনার জওয়ান দের ছবিটি আসলে ১০ই আগস্ট/২০১৭ তে ভারতীয় সেনার মেডিক্যাল অফিসার হর্ষ রঙ্গনাথন পোস্ট করেছিলেন।
দেখুন দুটি ছবি পাশাপাশি
।
Loading...
কোন মন্তব্য নেই