Header Ads

পাক যুদ্ধ বিমান F-16 ধ্বংস করল ভারত!

নজরবন্দি ব্যুরো:আবার সাফল্য। পাক যুদ্ধ বিমানকে ধ্বংস করল ভারতীয় বিমান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। পাক যুদ্ধ বিমান F-16 ছিল বলে জানা যাচ্ছে। নৌসেরা সেক্টরের লামবেইলীতে পাক বিমানটিকে গুলি করে নামানো হয়।ধ্বংস বিমানে পাইলটের খোঁজ পাওয়া যায় নি। স্থানীয় সূত্রে খবর। পাইলটকে প্যারাসুটে করে নামতে দেখা গিয়েছে।

 পাকিস্তানের এই প্রত্যাঘাতের পরেই জম্বু-কাশ্মীর সহ বেশ কয়েকটি রাজ্যের বিমান বন্দরে বাণিজ্যিক বিমান ওঠানামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।অপরদিকে এই ঘটনাকে কেন্দ্রকরে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসেছেন মোদী। অপরদিকে রাজনাথ সিং এক উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছেন নিরাপত্তা উপদেষ্টার সাথে। এই পরিস্থিতিতে উত্তর ভারতের বিমান বন্দর গুলি থেকে আন্তর্জাতিক বিমান ওঠানামার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। অপরদিকে পাকিস্তানও লাহোর ও করাচি বিমান বন্দর থেকে বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে সীমান্ত বরাবর দু-দেশের পরিস্থিতি খুব খারাপ বলে মনে করছে বিশেষজ্ঞরা।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.