Header Ads

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র-সম্ভারের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পাক প্রধানমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: গতকাল পাকিস্তানের মাটিতে অভিযান চালিয়েছিল ভারত। বিভিন্ন পত্রিকা থেকে পাওয়া খবর অনুসারে ওই অভিযানে কমকরে ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে। বেশ-কয়েকজন বড় মাপের জঙ্গি নেতারও মৃত্যু হয়েছে। এরপরই আজ তড়িঘড়ি ন্যাশনাল কম্যান্ড অথোরিটি (এনসিএ)-র সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এনসিএ পাকিস্তানের যুদ্ধকালীন প্রক্রিয়া ও পারমাণবিক অস্ত্র-সম্ভারের দায়িত্বে আছেন।

গতকাল ভারতীয় বায়ু সেনার হামলার পরই এনসিএ-কে বৈঠকে ডাকেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ দুপুর একটার সময় প্রধানমন্ত্রীর অফিসে এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন, স্টাফ কমিটির চেয়ারম্যান জয়েন্ট চিফ, জেনেরাল জুবির মেহমুদ হায়াত ও সেনাপ্রধান জেনেরাল বাজওয়া।
এই বৈঠক খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.