Header Ads

ক্রিকেটে দুর্নীতিতে নাম জড়িয়ে ২ বছরের জন্য ক্রিকেটের যাবতীয় কার্যকলাপ থেকে নির্বাসিত হলেন জয়সূর্য!

নজরবন্দি ব্যুরোঃ কড়া শাস্তি হল সনত্‍ জয়সূর্যর। ২ বছরের জন্য তাঁকে ক্রিকেটের যাবতীয় কার্যকলাপ থেকে নির্বাসিত করল আইসিসি। শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের সময় শ্রীলঙ্কার এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার সহযোগিতা করেননি। শ্রীলঙ্কার ক্রিকেটে আর্থিক দুর্নীতি এবং ম্যাচ গড়াপেটার অভিযোগ দীর্ঘ দিনের। এসিইউ একাধিকবার বলেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটে গোটা ব্যবস্থার মধ্যে দুর্নীতি জড়িয়ে রয়েছে।


 সিদ্ধান্ত নেওয়া হয়, এই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করা হবে এবং বিস্তারিত তদন্ত করা হবে। এসিইউ-র জেনারেল ম্যানেজার আলেক্স মার্শাল বলেন, 'তদন্তে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করা যাবে না। আমাদের লক্ষ্য ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করা। জয়সূর্যর দোষী প্রমাণিত হওয়া সেই লক্ষ্যেই আরেকটি বড় পদক্ষেপ।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.