ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা পাক যুদ্ধ বিমান এফ-১৬ এর। উপযুক্ত জবাব ভারতের।
নজরবন্দি ব্যুরোঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক ২.০ র পর পাগলের মতো অবস্থা পাকিস্তানের।কিভাবে এই হামলার বদলা নেবে তা বুঝে উঠতে পারছেনা পাকিস্তান।তাই আজ সকালে আবার পাকিস্তানের বায়ুসেনার এফ১৬ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ার চেষ্টা করে।
এই অপচেষ্টাকে উপযুক্ত জবাব দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেয় পাক বিমান।অপরদিকে আজ সকালে শ্রীনগর বিমানবন্দর থেকে বায়ুসেনার একটি মিগ যুদ্ধবিমান উড়ান ভরার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে।মারা গেছেন ওই বিমানে থাকা দুই পাইলট ই।
এই অপচেষ্টাকে উপযুক্ত জবাব দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেয় পাক বিমান।অপরদিকে আজ সকালে শ্রীনগর বিমানবন্দর থেকে বায়ুসেনার একটি মিগ যুদ্ধবিমান উড়ান ভরার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে।মারা গেছেন ওই বিমানে থাকা দুই পাইলট ই।
Loading...
কোন মন্তব্য নেই