Header Ads

বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মূল অভিযুক্ত অভিজিৎ পুলিশের জালে।

নজরবন্দি ব্যুরোঃ সরস্বতী পুজর আগের দিন খুন হয়েছিল তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।
পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় সত্যজিৎ বিশ্বাসকে। বিধায়ক খুনে এর আগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েক জনকে। কিন্তু মূল অভিযুক্ত ধরা না পড়ায়, ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে।যদিও বিধায়ক খুন হওয়ার পর বিজেপি এবং তৃণমূল, একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করে। তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা অভিযোগ করেন, এই ঘটনার নেপথ্যে বিজেপির মদত রয়েছে।

 অন্য দিকে বিজেপির দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন বিধায়ক। খুনের মূল অভিযুক্ত এতদিন পলাতক ছিল। অবশেষে সিআইডি এবং জেলা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল সে।স্থানীয় এবং পুলিশের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, কয়েক মাস আগে বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের লোকজন অভিজিৎকে মারধর করে। কারণটা রাজনৈতিক ছিল না। পারিবারিক একটি সমস্যা নিয়ে অভিজিৎ তাঁর বৌদিকে গালিগালাজ করেন। অভিযুক্তের দাদা প্রসেনজিৎ বিধায়কের কাছে অভিযোগ করেছিলেন।

 ‘শাসন’ করতে এসে মারধর করায়, বিষয়টি ভাল ভাবে নেয়নি অভিজিৎ। সে কারণেই কি বিধায়ককে খুন করেছে অভিজিৎ? নাকি পিছন থেকে কেউ এই ঘটনার মদত দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি নেতারা যুক্ত কি না, তা-ও দেখা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.